কলকাতা, বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট, হাওড়া ও সল্টলেকে চালু হল uber টোটো পরিষেবা!

Friday, November 20 2020, 6:25 am
কলকাতা, বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট, হাওড়া ও সল্টলেকে চালু হল uber টোটো পরিষেবা!
highlightKey Highlights

সম্প্রতি করোনা ভাইরাস আবহকালীন নিউ নর্মাল-এ অফিসগুলি প্রায় বেশিরভাগ খুলে গেছে, কিন্তু শহরের সব জায়গায় মিলছেনা অ্যাপ ক্যাব। যাত্রীদের সুবিদার্থে রাজধানী দিল্লির পর এবার শহর কলকাতাসহ পাশাপাশি কিছু অঞ্চলে বিশ্বের জনপ্রিয় এই পরিবহণ সংস্থা "uber" চালু করল মোট ৫০০ টি ই-রিক্সা বা টোটো পরিষেবা। এই সংস্থার তরফে জানা গেছে, শহর কলকাতায় আপাতত বারাসত, মধ্যমগ্রাম, রাজারহাট, সল্টলেকে মিলবে উবের টোটো এবং এর পাশাপাশি হাওড়ার কিছু নির্দিষ্ট অংশেও এই সুবিধে পাওয়া যাবে। Uber অ্যাপ মারফত, গাড়ি বুক করার পদ্ধতি অনুসরণ করেই এই ইলেকট্রনিক রিকশাগুলো বুক করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File