দেশ

Ahmedabad Plane Crash | দুর্ঘটনায় মৃত ডাক্তারি পড়ুয়া-চিকিৎসকদের পরিবারের পাশে UAE-তে কর্মরত চিকিৎসক! দিলেন ৬ জাতি টাকা!

Ahmedabad Plane Crash | দুর্ঘটনায় মৃত ডাক্তারি পড়ুয়া-চিকিৎসকদের পরিবারের পাশে UAE-তে কর্মরত চিকিৎসক! দিলেন ৬ জাতি টাকা!
Key Highlights

দুর্ঘটনায় মৃত ডাক্তারি পড়ুয়া, চিকিৎসকদের পরিজনদের পাশে দাঁড়িয়ে ৬ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) কর্মরত চিকিৎসক।

আহমেদাবাদে মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। মৃত্যু হয়েছিল এক বিমান যাত্রী ছাড়া সকল যাত্রী সহ একাধিক ডাক্তারি পড়ুয়া, চিকিৎসকের। সেই ঘটনার ১২ দিন পর ফের চালু হল বিজে মেডিক্যাল কলেজ। দুর্ঘটনায় মৃত ডাক্তারি পড়ুয়া, চিকিৎসকদের পরিজনদের পাশে দাঁড়িয়ে ৬ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) কর্মরত চিকিৎসক তথা চিকিৎসাক্ষেত্রে উদ্যোগপতি শামশীর ভায়ালীল। দুর্ঘটনার পাঁচ দিন পর মৃতদের পরিজনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন চিকিৎসক শামশীর ভায়ালীল।