খেলাধুলা

Under 19 Asia Cup | আজ থেকে শুরু অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ! বৈভব ছাড়া নজরে রয়েছে কোন কোন প্লেয়ার?

Under 19 Asia Cup | আজ থেকে শুরু অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ! বৈভব ছাড়া নজরে রয়েছে কোন কোন প্লেয়ার?
Key Highlights

আজ অর্থাৎ ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ছোটোদের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে দুবাই ও শারজায়।

এবার শুরু হবে ছোটোদের এশিয়া কাপ। আজ অর্থাৎ ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ছোটোদের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে দুবাই ও শারজায়। ভারত নামবে দ্বিতীয় দিন পাকিস্তানের বিরুদ্ধে। উল্লেখ্য, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ সবচেয়ে বেশিবার জিতেছে ভারত। ১০ বারের মধ্যে আটবার জিতেছে ইন্ডিয়ান টিম। এবার সকলের নজর থাকবে ১৩ বছর বয়সি বৈভবের দিকে। এছাড়াও নজরে রয়েছেন আয়ুষ মাত্রে, মহম্মদ আমান, আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ এনান, হার্দিক রাজ ও সমর্থ নাগারাজ।