খেলাধুলা

Tymal Mills | পর্ন সাইটে কোহলির সতীর্থ টাইমাল মিলস! অস্বস্তিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

Tymal Mills | পর্ন সাইটে কোহলির সতীর্থ টাইমাল মিলস! অস্বস্তিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
Key Highlights

পর্ন সাইটে নাম লিখিয়েছেন বিরাট কোহলির সতীর্থ! আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছিলেন তিনি। তাঁর নাম টাইমাল মিলস।

অস্বস্তিতে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাঁদের ক্রিকেটার টাইমাল মিলস অ্যাডাল্ট সাইটে নাম লিখিয়েছেন, সেই সাইটের লোগোও ব্যাটে ব্যবহার করেছেন তিনি! টাইমাল ২০২২ সালে ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন তিনি। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিয়েছে ইসিবি। মিলস অবশ্য বলেছেন, “এই সাইট সম্পূর্ণ নিরাপদ। সেই কারণে মাধ্যম হিসেবে এই সাইটকে বেছে নিয়েছি।”