ISRO-Midnapore | পূর্ব মেদিনীপুরে খুশির হাওয়া, ইসরো থেকে ডাক পেলো বাংলার দুই খুদে পড়ুয়া!

ছাত্রকালেই বড় সুযোগ পেলো পশ্চিমবঙ্গের দুই পড়ুয়া। ইসরোর প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল তারা।
ছাত্রকালেই বড় সুযোগ পেলো পশ্চিমবঙ্গের দুই পড়ুয়া। ইসরোর প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল তারা। জানা গিয়েছে, ১৫ বছর বয়সেই এগরার বাসিন্দা আদিত্যজ্যোতি কর ইসরোর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। আদিত্যজ্যোতি ইসরোয় ১৫ দিনের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে। অন্যদিকে, ইসরোর ইউভিকা ২০২৫ এ যোগ দেওয়ার ডাক পেয়েছেন ওই জেলারই জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রী স্নেহা বেরা। ইউভিকা হল ইসরোর একটি উদ্যোগ। যার মাধ্যমে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও মৌলিক উদ্ভাবনের প্রতি উৎসাহিত করা হয়।