Nayanthara vs Dhanush । টাকার অঙ্কটা প্রায় ১০ কোটি ! দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে নোটিশ ধনুষের
Sunday, November 17 2024, 2:36 pm
Key Highlightsআইনি লড়াইয়ে মুখোমুখি নয়নতারা ও ধনুষ। নয়নতারাকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে ধনুষ প্রযোজিত ছবির কিছু দৃশ্য দেখানো হয়েছে বলে স্বত্ববাবদ ১০ কোটি টাকা দাবি করেছেন অভিনেতা।
এবার আইনি লড়াইয়ে মুখোমুখি দক্ষিণী চলচ্চিত্র জগতের দুই তারকা, নয়নতারা ও ধনুষ। নয়নতারাকে নিয়ে তৈরি তথ্যচিত্র Nayanthara: Beyond The Fairy Tale ১৮ ই নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। তাতে ২০১৫ সালে রিলিজ হওয়া Naanum Rowdy Dhaan ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে, যার মুখ্য ভূমিকায় ছিলেন খোদ নয়নতারা এবং বিজয় সেতুপতি। ছবিটির প্রযোজক ছিলেন ধনুষ। সেই ক্ষমতা প্রয়োগ করেই স্বত্ববাবদ এবার ১০ কোটি টাকা দাবি করেছেন ধনুষ। ঘটনায় ক্ষুদ্ধ নয়নতারা।
- Related topics -
- বিনোদন
- দক্ষিণী অভিনেতা
- দক্ষিণী সিনেমা
- দক্ষিণী সুপারস্টার
- অভিনেতা
- অভিনেত্রী
- ভারতীয় অভিনেত্রী
- নয়নতারা ভিগনেশ শিবান
- ধনুষ
- ভাইরাল
- সেলিব্রিটি

