Canada Plane Crash | ফের বিমান দুর্ঘটনা! প্রশিক্ষণের মুখোমুখি সংঘর্ষ দুটি বিমানের! মৃত্যু ভারতীয় পাইলটের!
Thursday, July 10 2025, 11:40 am

প্রশিক্ষণের সময়ে কানাডার ম্যানিটোবা প্রদেশের স্টেইনবাখ এলাকার কাছে মুখোমুখি সংঘর্ষ দুটি বিমানের।
ফের বিমান দুর্ঘটনা! প্রশিক্ষণের সময়ে কানাডার ম্যানিটোবা প্রদেশের স্টেইনবাখ এলাকার কাছে মুখোমুখি সংঘর্ষ দুটি বিমানের। দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভারতীয় ছাত্র পাইলট, কেরলের বাসিন্দা শ্রীহরি সুখেশের। মৃত্যু হয়েছে কানাডার এক ছাত্র পাইলটেরও। জানা গিয়েছে, হার্ভ’স এয়ার স্কুলে মঙ্গলবার সকালে উড়ানের প্রশিক্ষণ নিচ্ছিলেন দুই ছাত্র। দু’জনেই স্মল সেসনা সিঙ্গেল ইঞ্জিন নামের ছোট বিমান চালাচ্ছিলেন। প্রাথমিক অনুমান, দু’জনেই একসঙ্গে রানওয়ে ছোঁয়ার চেষ্টা করছিলেন। আর সেই সময়ই দুর্ঘটনা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- কানাডা
- বিমান
- বিমান দুর্ঘটনা
- ভারতীয়