Sandip Ghosh | ক্যানিংয়ে বাংলার পর এবার শহরেই আরও দুটি ফ্ল্যাটের সন্ধান, গ্যারাজে ঝাঁ চকচকে গাড়িও, সন্দীপের আরও 'সম্পত্তি'র হদিশ
Saturday, September 7 2024, 10:31 am
Key Highlightsআরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ক্যানিংয়ে বাংলার হদিশ পাওয়ার পর এবার শহরেই আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলল।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ক্যানিংয়ে বাংলার হদিশ পাওয়ার পর এবার শহরেই আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলল। বেলেঘাটায় যে চারতলা বাড়িতে সন্দীপ ঘোষ থাকেন, তার অদূরেই রয়েছে সন্দীপের আরও দুটি ফ্ল্যাট। গ্যারাজে রয়েছে ঝাঁ চকচকে গাড়িও। গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ নীচের তলায় একটি ফ্ল্যাট অফিস হিসেবে ব্যবহার করতেন সন্দীপ। নতুন এই দুটি ফ্ল্যাটের বাইরে সন্দীপের নাম পরিচয় কিছু লেখা নেই। তদন্তকারীরা মনে করছেন, পরিচয় আড়াল করতেই এই ফ্ল্যাটে নিজের নাম লেখেননি সন্দীপ।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্রাইম
- শহর কলকাতা

