Patna Shootout | পাটনায় চন্দন মিশ্র খুনের ঘটনায় এনকাউন্টারের পর পুলিশের হাতে গ্রেফতার আরও দুই অভিযুক্ত!

Tuesday, July 22 2025, 7:02 am
highlightKey Highlights

পাটনায় পারস হাসপাতালে চিকিৎসাধীন বন্দি চন্দন মিশ্র খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করলো পুলিশ।


পাটনায় পারস হাসপাতালে চিকিৎসাধীন বন্দি চন্দন মিশ্র খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার ভোরে বিহার পুলিশের এসটিএফ ও ভোজপুর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর তাদের গ্রেফতার করা হয় বলে খবর। ধৃতরা হল বলবন্ত কুমার সিং ও বরিরঞ্জন কুমার সিং। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে দু’টি পিস্তল ও একরাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এদিকে পুলিশের গুলির লড়াইয়ে আহত হয় অভিযুক্ত দু’জন। প্রসঙ্গত, এই শ্যুটআউটের ঘটনায় গত রবিবার নিউটাউন থেকে চারজনকে গ্রেফতার করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File