Indian Workers-Africa | আফ্রিকায় জঙ্গি হামলা, মৃত্যু ২ ভারতীয় শ্রমিকের! অপহৃত হয়েছেন আরেক ভারতীয়

Saturday, July 19 2025, 4:34 am
highlightKey Highlights

আফ্রিকার দেশ নিগারে কাজ করতে গিয়ে জঙ্গি হামলার কবলে ভারতীয় শ্রমিকরা।


আফ্রিকার দেশ নিগারে জঙ্গি হামলার কবলে মৃত্যু হলো ২ ভারতীয় শ্রমিকের।নিগারের দোসো এলাকায় কাজ করতেন ওই ভারতীয় শ্রমিকরা। বৃহস্পতিবার নিগারে হামলা চালায় জঙ্গিরা। দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ২ ভারতীয় শ্রমিক। মৃতরা হলেন গণেশ কারমালি এবং কৃষ্ণান। এক ভারতীয় শ্রমিক রঞ্জিত সিংকে অপহরণ করেছে জঙ্গিরা। তিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা। নিগারে ভারতীয় দূতাবাসের তরফে শ্রমিকদের মৃত্যু এবং অপহরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশে ফিরে আসতে চাইছেন বাকি শ্রমিকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File