Kanpur | শরীরের 'খিদে' মেটাতে ১৩ বছরের কিশোরকে অপহরণ করে ধর্ষণ দুই বন্ধুর! নির্যাতনের পর খুনও করা হয় বলে অভিযোগ!

রমজান মাস চলায় শারীরিক সম্পর্ক স্থাপনে না করেছে প্রেমিকা। ওপর বন্ধুরও একই অবস্থা, তাঁর স্ত্রীও শারীরিক সম্পর্ক স্থাপনে না করে দিয়েছে।
রমজান মাস চলায় শারীরিক সম্পর্ক স্থাপনে না করেছে প্রেমিকা। ওপর বন্ধুরও একই অবস্থা, তাঁর স্ত্রীও শারীরিক সম্পর্ক স্থাপনে না করে দিয়েছে। শরীরের 'খিদে' মেটাতে শেষে কিশোরকেই অপহরণ করে ধর্ষণ করলো দুই বন্ধু! ধর্ষণের পর ১৩ বছরের ওই কিশোরকে খুন করা হয় বলেও অভিযোগ। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে আরেক অভিযুক্তের। জানা গিয়েছে, গত ৫ মার্চ জিমে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় কিশোর। এরপর কিশোরের কাকার ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজও আসে।