আন্তর্জাতিকবরফের হ্রদ থেকে উদ্ধার হরিণ শাবক, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উদ্ধারকার্যের ভিডিও
জমাট বেঁধে রয়েছে লেকের জল একেবারে মাঝখানে যেন বরফের মধ্যে আটকে রয়েছে কিছু একটা। সেখানে ছটফট করছে একটি ছোট্ট হরিণ শাবক। দাঁড়ানোর সামর্থ্যটুকু নেই পিচ্ছিল বরফের ওপর।ঘটনাস্থলে উপস্থিত দুই মৎস্যজীবী উদ্ধার করেন হরিণ শাবকটিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝুঁকিপূর্ণ বরফজমা লেকে হরিণ শাবকটির উদ্ধারকার্যের ভিডিও। আর তাঁদের এই মানবিক উদ্যোগে মুগ্ধ নেটিজেনরা। ঘটনাটি ঘটে গত ১৭ ডিসেম্বর। শীতকালে জমে থাকা লেকের বরফ কেটে গর্ত করে মাছ শিকার করেন যুক্তরাষ্ট্রের মৎস্যজীবীরা। অন্যদিনের মতো ব্র্যানসেন জ্যাকসন এবং তাঁর বন্ধু এদিন হাজির হয়েছিলেন ইউটা প্রদেশের প্যাঙ্গুইচ লেকে। উদ্দেশ্য ছিল মৎস্য শিকার। তবে ঘটনাস্থল পৌঁছেই চমকে ওঠেন তাঁরা সিদ্ধান্ত নেন হরিণটিকে উদ্ধার করার।