Mahakumbh Stampede | 'দেহের অবস্থা খুবই খারাপ' ! মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনায় মৃত বাংলার দুই প্রৌঢ়া!
মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনায় মৃত ৩০ জন। যার মধ্যে ২৫ জনকে শনাক্ত করা গিয়েছে।
মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনায় মৃত ৩০ জন। যার মধ্যে ২৫ জনকে শনাক্ত করা গিয়েছে। তবে বাকি ৫ জনের পরিচয় এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ওই মৃতদের মধ্যে রয়েছেন বাংলার দুই প্রৌঢ়া! মৌনী অমাবস্যায় পুণ্যস্নানে গিয়ে মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার ৯৫ নম্বর ওয়ার্ডের অশ্বিনী নগরের ও পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা। প্রথম জনের দেহ এখনও পরিবারের হাতে আসেনি। স্থানীয় কাউন্সিলর জানান, দেহের অবস্থা খুবই খারাপ। অন্যদিকে, দ্বিতীয় জনের মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে পরিবার।