KMC | ইদে দু’দিনের ছুটি অথচ ছুটি বাতিল বিশ্বকর্মা পুজোয়! বিজ্ঞপ্তি প্রকাশ পেতেই শোকজ কলকাতা পুরসভার আধিকারিককে

Wednesday, February 26 2025, 4:32 pm
highlightKey Highlights

ইদে দু’দিনের ছুটি। অথচ বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল! কলকাতা পুরসভার এমন বিজ্ঞপ্তি ঘিরে তুমুল শোরগোল। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তড়িঘড়ি পদক্ষেপ করে পুরসভা।


মঙ্গলবার সন্ধ্যেয় কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে একটি ছুটির নোটিশ জারি হয়। সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল 'কলকাতা পুরসভার অধীনে থাকা হিন্দি স্কুলগুলিতে এবার ইদের জন্য দু’দিন ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় আলাদা করে কোনও ছুটি দেওয়া হবে না। ওই ছুটি ইদের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে।' এই নোটিশ ঘিরেই তুমুল শোরগোল ছড়িয়েছে পুরসভায়। তড়িঘড়ি ওই নোটিশ বাতিল করে ওই আধিকারিককে শোকজ করেছে কলকাতা পুরসভা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File