Kolkata Metro | নোয়াপাড়া কারশেডে এলো দুটি ডালিয়ান রেক! অত্যাধুনিক এই রেকের রয়েছে একাধিক চমক-বৈশিষ্ট
নোয়াপাড়া কারশেডে এলো দুটি নতুন রেক। বৃহস্পতিবার পৌঁছল MR 504 এবং MR 512 দুটি রেক, যা ডালিয়ান রেক নামেও পরিচিত।
নোয়াপাড়া কারশেডে এলো দুটি নতুন রেক। বৃহস্পতিবার পৌঁছল MR 504 এবং MR 512 দুটি রেক, যা ডালিয়ান রেক নামেও পরিচিত। এই এই রেকগুলি যাত্রীদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে। রেকগুলির দরজা অনেক চওড়া। বসার জায়গাও আগের তুলনায় বেশি। রয়েছে উন্নত এয়ার কন্ডিশনার সিস্টেম, শব্দ কমানোর ব্যবস্থা। এছাড়াও থাকছে সিসিটিভি কভারেজ, ছোট এবং মসৃণ অ্যালার্ম ডিভাইস, হুইল চেয়ার পার্কিং, বহুবর্ণের বহুভাষিক ডিসপ্লে বোর্ড। জানা গিয়েছে, রেকগুলি পরীক্ষা নিরীক্ষার পর যাত্রী পরিষেবার জন্য নামানো হবে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ