National Games | জাতীয় গেমসে একটি সোনা ও একটি রুপো ঝুলিতে পুরলো দুই বঙ্গকন্যা

Saturday, February 1 2025, 1:44 pm
highlightKey Highlights

শ্বাসকষ্ট নিয়েও সাঁতারে সোনা জয় সৌবৃতির, জাতীয় গেমসে ভারত্তোলনে রুপো শ্রাবণীর। বাংলাকে পোডিয়ামে তুললেন দুই কন্যা।


চলতি জাতীয় গেমসে একটি সোনা এবং একটি রুপো অর্জন করলো দুই বাঙালি কন্যা। ২ মিনিট ২৪ সেকেন্ডে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে সাঁতার কেটে সোনা জিতলেন বাংলার সৌবৃতি মণ্ডল। সালকিয়ার বছর ২৩ এর সৌবৃতি দেড় বছর আগে গোয়ায় জাতীয় গেমসে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে রুপো পেয়েছিলেন। তবে ভারোত্তোলনে ৫৫ কেজি ক্যাটেগরিতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হলো হাবরার মেয়ে শ্রাবণী দাসকে। তবে এই দুই কন্যা পাখির চোখ করেছেন আগামী বছরের এশিয়ান গেমসকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File