রাজ্য

Murshidabad Violence | মুর্শিদাবাদে বাবা-ছেলে খুন-কাণ্ডে গ্রেফতার দু'জন! গঠন করা হলো সিট!

Murshidabad Violence | মুর্শিদাবাদে বাবা-ছেলে খুন-কাণ্ডে গ্রেফতার দু'জন! গঠন করা হলো সিট!
Key Highlights

গত ১২ এপ্রিল ধুলিয়ানে যখন অশান্তি চলছিল, তখন জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এমনকি গত ১২ এপ্রিল ধুলিয়ানে যখন অশান্তি চলছিল, তখন জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এবার এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পাশাপাশি এই মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠিত হয়েছে। সিটে স্থানীয় পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি CID, STF এবং IBর অভিজ্ঞ অফিসাররা থাকছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ। ঘটনার দ্রুত তদন্ত করতে এলাকা থেকে CCTV ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।