Nobel Prize | চিকিৎসাশাস্ত্রে নোবেল ২০২৪ পেলেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুন

Monday, October 7 2024, 1:45 pm
highlightKey Highlights

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুন।


চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের তরফ থেকে আজ ঘোষণা করে জানানো হয়, মাইক্রো আরএনএর উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্যে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল দেওয়া হচ্ছে তাদের। সি এলেগানস নামে ১ মিলিমিটার লম্বা একটি কীট নিয়ে গবেষণা করেছেন এই দুই বিজ্ঞানী। এই গবেষণার ফলে সি এলেগানস নামক কীটের দেহে এমআরএনএ রূপান্তরের বিষয়ে জানা গিয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File