BCCI | জাতীয় ক্রীড়া বিলে দু-দুটি সংশোধন! RTI এড়ালো বিসিসিআই, স্বস্তিতে ভারতীয় ক্রীড়ামহল

Thursday, August 7 2025, 4:49 am
highlightKey Highlights

অদূর ভবিষ্যতে জাতীয় ক্রীড়া বিল আইনে পরিণত হয়ে গেলে দেশের খেলাধুলোর পরিকাঠামো অনেকটাই বদলে যাবে। প্রস্তাবিত জাতীয় ক্রীড়া বিলে দু’টো সংশোধনও হয়ে গিয়েছে।


প্রস্তাবিত জাতীয় ক্রীড়া বিলে দুটি সংশোধন হয়েছে। ১) ভারত সরকার থেকে যে সংস্থাগুলি থেকে অনুদান বা আর্থিক সাহায্য নেবে, তারাই শুধুমাত্র ‘রাইট টু ইনফরমেশন অ্যাক্ট’ বা আরটিআই এর আওতায় আসবে। ২) জাতীয় ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল বা কোষাধ্যক্ষ হতে গেলে হয় ‘স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ হতে হবে তাঁকে। কিংবা জাতীয় ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ কমিটিতে ন্যূনতম একটা টার্ম পূর্ণ করতে হবে। বা নিজ রাজ্যের অনুমোদিত সংস্থার প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল বা কোষাধ্যক্ষ হতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File