দেশজোড়া অস্ত্রোপচার করে অভিনব সাফল্য অর্জন করলো সোনারপুরের একটি বেসরকারি হাসপাতাল
বিরল রোগে আক্রান্ত দুই রোগীর সফল অস্ত্রোপচার করে নবজীবন দিলেন সোনারপুরের চিকিৎসকেরা। জানা যাচ্ছে ওঁরা লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন । আচমকাই অজ্ঞান হয়ে যান একজন, পাঁচ-ছ'দিন পর জ্ঞান ফেরে তাঁর। একজন লিভারের কয়েকটি শিরার সমস্যা ছিল। অন্য জনের শিরদাঁড়া এতটাই বাঁকা যে, অপারেশন টেবিলে শোয়ানোই মুশকিল ছিল তাঁকে। প্রথম জন বাংলাদেশের দর্শনার, বছর সাতচল্লিশের আমিনুল ইসলাম এবং দ্বিতীয় জন দমদমের বছর তিপ্পান্নর মায়া ব্রহ্মচারী। তিনি পেশায় একজন নার্স। রবিবার এই দু'জনেরই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয় সোনারপুরের বেসরকারি হাসপাতাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ। ইন্টারভেনশনাল রেডিয়োলজির বিশেষজ্ঞ চিকিৎসক মৌসম দে-র নেতৃত্বে হয় এই দু'টি অপারেশনই।