রাজ্য

Howrah | হাওড়ায় জোড়া অগ্নিকান্ড! দাসপুকুরে ঢালাই কারখানায় আগুন, হোগলা বনে জ্বলছে শুকনো পাতা

Howrah | হাওড়ায় জোড়া অগ্নিকান্ড! দাসপুকুরে ঢালাই কারখানায় আগুন, হোগলা বনে জ্বলছে শুকনো পাতা
Key Highlights

ঢালাই কারখানায় বড়সড় দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল হাওড়ার দাসনগরে। শনিবার দুপুরে দাসনগরের ঢালাই কারখানায় আচমকাই আগুন লেগে যায়।

শনিবার দুপুরে হাওড়ার দাসনগরের একটি ঢালাই কারখানায় আগুন লাগে। কারখানার হিট চেম্বারে আগুন লাগতেই শ্রমিকরা নিরাপদ দূরত্বে সরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ আহত হননি। এদিন ভরদুপুরে হাওড়ার বাঁকড়ায় এক অভিজাত ক্লাবের পাশের হোগলা বনে শুকনো পাতায় আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ক্লাবের কর্মীরা এবং পাড়ার লোকজন আগুন নেভাতে নেমে পড়েন। দমকলের একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।