৪ ফেব্রুয়ারি বিয়ের ঠিক ২৫ দিন আগে ড্রোনে উড়ে এল এনগেজমেন্ট রিং, বাগদান সারলেন নীল-তৃনা
Sunday, January 10 2021, 2:39 pm
Key Highlightsশনিবার কলকাতা শহরে বসেছিল অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহার জমকালো বাগদানের আসর। রূপকথার আঙ্গিকে হল সেলিব্রেশন। বিয়ের ঠিক ২৫ দিন আগে বাগদান সারলেন নীল-তৃনা। ফিল্ম কায়দায় ড্রোনে উড়ে এল বাগদানের আংটি। সেই আংটি হাঁটু গেড়ে বসে তৃণার হাতে পরিয়ে দেন অভিনেতা নীল ভট্টাচার্য। আংটি বদলের পর তৃণার সঙ্গে বলিউডের গানে নাচতেও দেখা গেল নীল ভট্টাচার্যকে। নীল-তৃণার বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁদের বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বন্ধুরা। ফেব্রুয়ারির ৪ তারিখ হচ্ছে নীল-তৃণার বিয়ের অনুষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে বসতে চলেছেন তাঁদের রিসেপশন পার্টি।
- Related topics -
- সেলিব্রিটি
- নীল ভট্টাচার্য
- তৃণা সাহা
- এনগেজমেন্ট

