গুরুতর অসুস্থ টেলি অভিনেতা গৌরব রায়চৌধুরী, ভর্তি করা হয়েছে হাসপাতালে
Thursday, July 1 2021, 2:53 pm
 Key Highlights
Key Highlightsটেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরী গুরুতর অসুস্থ । জানা যাচ্ছে, কিছুদিন আগেই কপালে একটি ফোঁড়া হয়েছিল তাঁর। গত মঙ্গলবার শ্যুটিং চলাকালীন সেই ফোঁড়ায় তীব্র যন্ত্রণার শুরু হয়, যার জেরে মাঝপথে শ্যুটিং ছেড়ে বাড়ি ফিরে যান গৌরব। আর সেই ফোঁড়ার জেরেই শুক্রবার গৌরবের শারীরিক পরিস্থিতি আরও বিগড়ে যায়। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। জানা যাচ্ছে এর আগেও কনুইয়ে বোন টিউমার ধরা পড়েছিল তাঁর। বায়োপসি করবার পর চিকিৎসকরা গৌরবের কপালের ফোঁড়াটির অস্ত্রোপচার করবার পরামর্শ দিয়েছিলেন।
-  Related topics - 
- বিনোদন
- টলিউড
- অভিনেতা
- গৌরব রায়চৌধুরী
- অসুস্থ

 
 