SIR | SIR-র শুনানিতে ডাক টুটু বোস-মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে, হয়রানিতে গোটা পরিবার!
Tuesday, January 13 2026, 9:38 am

Key HighlightsSIR এর শুনানিতে ডাক পড়ল প্রাক্তন সাংসদ এবং মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস ও তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের।
নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, মহম্মদ শামির পর এবার SIR এর শুনানিতে ডাক পড়ল প্রাক্তন সাংসদ এবং মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস ও তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের। আগামী ১৯ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে হবে বালিগঞ্জ গভর্মেন্ট স্কুলে। জানা গিয়েছে, টুটু বোসের গোটা পরিবারকেই SIR এর শুনানিতে তলব করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন মোহনবাগান সহ সভাপতি কুণাল ঘোষ। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সিএসআইআর
- খেলাধুলা


