আন্তর্জাতিকঅবিশ্বাস্য ঘটনা তুরস্কে, ভূমিকম্পের ৯১ ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার ৩বছরের শিশুকন্যা!
গত শুক্রবার তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। ২০১১ সালে ভান শহরে ভয়াবহ ভূমিকম্পের পর এটাই দ্বিতীয় ভয়ঙ্কর কম্পনের ঘটনা তুরস্কে। তবে এই মৃত্যুমিছিলে উদ্ধারকার্য করতে গিয়ে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় উদ্ধারকারীর দল। ভূমিকম্পের ৯১ ঘন্টা বাদে তুরস্কের ইজমির শহরের একটি বহুতলের ধ্বংসস্তূপের তলা থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি ৬বছরের শিশুকন্যাকে। জানা গিয়েছে, ওই শিশুর নাম আইদা গেজগিন। এত মৃতের স্তূপের মধ্যে একটি শিশুকে বাঁচাতে পেরে আলাদা আনন্দ পেয়েছেন উদ্ধারকারীরা।