Trump Tarrif | রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদীর যুদ্ধ।’ বলে দাবি করলো ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো

‘এটা মোদীর যুদ্ধ।’ রাশিয়া-ইউক্রেন সংঘাতকে এভাবেই ব্যাখ্যা করলেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো।
আমেরিকা ভারী শুল্ক চাপালেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। এটাকে নয়াদিল্লির ঔদ্ধত্য হিসেবেই দেখছে হোয়াইট হাউস। এবার প্রধানমন্ত্রী মোদিকে কাঠগড়ায় তুললেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো। নাভারনোর কথায়, ‘ভারত আমাদের কাছ থেকে যে টাকা আয় করে, সেই টাকা দিয়ে রাশিয়ার তেল কেনে। তারপর শোধনাগারে তা প্রক্রিয়াজাত করে মোটা মুনাফা করে। কিন্তু সেই অর্থ দিয়ে রাশিয়া অস্ত্র বানায়, ইউক্রেনীয়দের হত্যা করে। আর ইউক্রেনকে সাহায্য করার জন্য আমেরিকার করদাতাদের আরও বেশি টাকা দিতে হয়। এটা সম্পূর্ণ অযৌক্তিক।’