Venezuela-Trump | "আরও বড় মূল্য চোকাতে হবে"- ভেনেজুয়েলার নয়া প্রেসিডেন্টকে হুমকি ট্রাম্পের

Monday, January 5 2026, 2:00 pm
Venezuela-Trump | "আরও বড় মূল্য চোকাতে হবে"- ভেনেজুয়েলার নয়া প্রেসিডেন্টকে হুমকি ট্রাম্পের
highlightKey Highlights

নিজের প্রথম ক‍্যাবিনেট বৈঠক করেছেন ভেনেজুয়েলার সদ‍্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি। এখনও আমেরিকার কাছে বশ‍্যতা না স্বীকার করার বার্তাই ডেলসির মুখে।


সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছেন ট্রাম্প। এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ়কেও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কুর্সিতে বসেই ট্রাম্পের কাছে বশ্যতা স্বীকার না করার কথা ঘোষণা করেছিলেন ডেলসি। প্রত্যুত্তরে ট্রাম্প বললেন, “যদি ওঁ (ডেলসি রড্রিগেজ়) সঠিক কাজ না করেন, তাহলে অনেক বড় মূল্য চোকাতে হবে, হয়তো মাদুরোর থেকেও বড় মূল্য চোকাতে হবে।” তিনি আরও বলেন, “..আমরা সঠিক সময়ে নির্বাচন করাব। আমেরিকা ভেনেজ়ুয়েলার তেল ও অন্যান্য সম্পদের নিয়ন্ত্রণ নেবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File