Donald Trump | "৭টি যুদ্ধ থামিয়েছেন তিনি"- দাবি করলেন নোবেল শান্তি পুরস্কার পেতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প!

Friday, September 12 2025, 5:45 pm
highlightKey Highlights

তাবেদারদের সঙ্গী করে তিনি ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছেন নোবেল কমিটির উপর। তাঁর নিজেরও দাবি ৭টি যুদ্ধ থামিয়েছেন তিনি।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ক্ষমতায় আসার পর থেকে তিনি নাকি ৬ থেকে ৭টা যুদ্ধ থামিয়েছেন। রুশ বনাম ইউক্রেন ও হামাস বনাম ইজরায়েল যুদ্ধও থামাবেন তিনি। ট্রাম্পের হয়ে নোবেল কমিটির কাছে সুপারিশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আজারবাইজানের ইলহাম আলিয়েভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। যদিও নোবেল কমিটি জানিয়েছে, চাপ বাড়িয়ে লাভ নেই। কমিটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। আগামী ১০ অক্টোবর নোবেল শান্তির প্রাপকের নাম ঘোষণা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File