Zelenskyy-Trump | শান্তির বিনিময়ে ইউক্রেনের ৫০ শতাংশ খনিজ সম্পদ চাইলেন ট্রাম্প! পাল্টা দাবি জেলেনস্কির!

রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার বদলে কী চাই সেটাও জানালেন ট্রাম্প।
রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার বদলে কী চাই সেটাও জানালেন ট্রাম্প। সূত্রের খবর, ইউক্রেনের পাশে থাকার বিনিময়ে দেশটির ৫০ শতাংশ খনিজ সম্পদ দাবি করেছে আমেরিকা। যদিও শোনা যাচ্ছে, খনিজ সম্পদের বিষয়ে জেলেনস্কি কিছুটা উদার মনোভাব দেখালেও, এই চুক্তি প্রত্যাখ্যান করেছেন। কারণ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমেরিকা চুক্তিপত্রে কোনও গ্যারান্টি দেয়নি। ইউক্রেনের দাবি করেছে, ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে হবে আমেরিকাকে।