Trump | 'ওরা ওদের মৃত অর্থনীতিকে নিয়ে ডুবুক'! শুল্ক চাপানোর পরও ভারত-রাশিয়ার ওপর রাগ ট্রাম্পের!
Thursday, July 31 2025, 7:01 am

ট্রাম্প লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে আমার কিছু যায় আসে না। ওরা ওদের মৃত অর্থনীতিকে নিয়ে ডুবুক, আমার কিছু যায় আসে না।”
গতকালই ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ক’দিন আগেই বলেছিলেন যে ট্রাম্প ভয়ঙ্কর গেম খেলছে রাশিয়ার সঙ্গে। এই খেলা যুদ্ধে পরিণত হতে পারে। এরপরই ভারত ও রাশিয়াকে একযোগে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এ দিন ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ককে আক্রমণ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে আমার কিছু যায় আসে না। ওরা ওদের মৃত অর্থনীতিকে নিয়ে ডুবুক, আমার কিছু যায় আসে না।”