Donald Trump | ‘যুদ্ধবিরতি’ নয়,‘শান্তি’ই একমাত্র পথ, পুতিনের সাথে বৈঠকের পর জানালেন ট্রাম্প, ট্রাম্পকে ফোন জেলেনস্কির

ট্রাম্প ও পুতিন একমত হয়েছেন ‘যুদ্ধবিরতি’ টেকে না, তাই ‘শান্তি চুক্তি’ই একমাত্র পথ। যদিও শুক্রবারের তিন ঘণ্টা বৈঠকে কোনও সমাধানসূত্র বেরোয়নি।
আলাস্কায় শুক্রবার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে কোনও সমাধানসূত্র বেরোয়নি। মিটিংয়ের পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “রাশিয়া একটি বড় শক্তি, ইউক্রেন নয়। ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চুক্তি করা।" এরপরই ত্রিপাক্ষিক বৈঠক করতে চেয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সমাজমাধ্যমে জেলেনস্কি লিখেছেন, ‘প্রকৃত শান্তি চাই। সেটি স্থায়ী হতে হবে। শুধু রুশ আগ্রাসনের বিরতি নয়।’