Trump Zelenskyy Meeting | জেলেনস্কির সঙ্গে বৈঠক ট্রাম্পের, পুতিনের সঙ্গে বৈঠকে রাজি ইউক্রেন প্রেসিডেন্ট

জ়েলেনস্কি জানান, লড়াই বন্ধ করার লক্ষ্য নিয়ে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রাজি তিনি।
ট্রাম্পের বৈঠকের পরই ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিল রাশিয়া প্রেসিডেন্ট পুতিন। এবার যুদ্ধবিরতির জন্যে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। সোমবার, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই এই কথা জানিয়েছেন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বৈঠকের মধ্যেই পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তার পরেই ত্রিপাক্ষিক বৈঠক হবে।’