Birthright Citizenship | 'বার্থরাইট সিটিজেনশিপ' বাতিল করতে পারেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টকে রুখতে মামলা ২২টি প্রদেশের
'বার্থরাইট সিটিজেনশিপ' বাতিল বা এর নিয়ম বদল করতে পারেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প।
'বার্থরাইট সিটিজেনশিপ' বাতিল বা এর নিয়ম বদল করতে পারেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি যাতে এক্ষেত্রে কোনও পদক্ষেপ না নেন তার জন্য মামলা রুজু করলেন আমেরিকার ২২টি স্টেট বা প্রদেশের অ্য়াটর্নি জেনারেল। এই নিয়ম মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মের ভিত্তিতে সেদেশের নাগরিকত্ব প্রদানের কয়েক দশকের পুরোনো এক নীতি বা নিয়ম। এটি মূলত বাইরের দেশ থেকে আমেরিকায় আসা পুরুষ ও মহিলাদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য। আগেই এই নিয়ম বাতিল বা বদলে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।