Hyderabad | ট্রাম্প দিচ্ছেনা অনুদান, বন্ধ হলো ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক

Saturday, March 1 2025, 2:53 pm
highlightKey Highlights

ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক গড়ে ওঠে হায়দরাবাদে। তার নাম মিত্র ক্লিনিক। মার্কিন অনুদান বন্ধের জেরে ক্লিনিক এখন বন্ধ।


২০২১এ হায়দরাবাদে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক 'মিত্র ক্লিনিক' গড়ে ওঠে। পরে পুনে এবং কল্যাণে আরও ২টি ট্রান্সজেন্ডার ক্লিনিক খোলা হয়। তৃতীয় লিঙ্গের মানুষদের সাধারণ স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি HIVর কাউন্সেলিং, স্ক্রিনিং, চিকিৎসা করা হতো এই সব ক্লিনিকে। সামাজিক ও আইনি সাহায্যও করা হতো ক্লিনিকগুলোতে। এই ক্লিনিকগুলো ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) এর থেকে অনুদান পেতো। প্রেসিডেন্টের গদিতে বসেই সবরকম অনুদান স্থগিত রেখেছেন ট্রাম্প। ফলে বন্ধ করতে হয়েছে ৩টি ক্লিনিকই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File