আন্তর্জাতিক

Adani-Trump | ইরান থেকে LPG ভারতে রপ্তানি করার অভিযোগ, আদানির সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন!

Adani-Trump | ইরান থেকে LPG ভারতে রপ্তানি করার অভিযোগ, আদানির সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন!
Key Highlights

ভারতে মুন্দ্রা বন্দরের মাধ্যমে গৌতম আদানির সংস্থাগুলি ইরান থেকে LPG ভারতে রপ্তানি করেছে কি না, তার তদন্ত করছেন US প্রসিকিউটররা।

গৌতম আদানির সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত করছে আমেরিকা! ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সূত্রে জানা গিয়েছে, ভারতে মুন্দ্রা বন্দরের মাধ্যমে গৌতম আদানির সংস্থাগুলি ইরান থেকে LPG ভারতে রপ্তানি করেছে কি না, তার তদন্ত করছেন US প্রসিকিউটররা। আদানি এন্টারপ্রাইজ়েসের জন্য পণ্য নিয়ে আসার কাজে ব্যবহৃত বহু LPG ট্যাঙ্কারের কার্যকলাপ খতিয়ে দেখছে US জাস্টিস ডিপার্টমেন্ট। তবে আদানি গোষ্ঠী ইরানে উৎপাদিত LPGর সঙ্গে ইচ্ছাকৃতভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার বা বাণিজ্যে জড়িত থাকার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে।