Donald Trump | আমেরিকায় আমদানি হওয়া গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের!

আমেরিকায় আমদানি হওয়া সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে মার্কিন প্রশাসন।
শুল্ক নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার আমেরিকায় আমদানি হওয়া সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে মার্কিন প্রশাসন। বুধবার নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ২ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পরের দিন ৩ এপ্রিল থেকে শুল্ক নেওয়া শুরু হবে। এই সিদ্ধান্তের জেরে দেশের বাজারে গাড়ি উৎপাদন বাড়বে এবং মার্কিন রাজকোষে অতিরিক্ত ১০ হাজার কোটি ডলার ঢুকবে বলে আশা প্রেসিডেন্ট ট্রাম্পের।