দেশ

ত্রিপুরা সরকার বিনামূল্যে স্কুল ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন দেওয়ার সিদ্ধান্ত নিলেন

ত্রিপুরা সরকার বিনামূল্যে স্কুল ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন দেওয়ার সিদ্ধান্ত নিলেন
Key Highlights

স্কুল ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেবে ত্রিপুরা সরকার। সরকারের কিশোরী সুচিতা অভিযানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি উভয় স্কুলের ছাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, আমরা স্কুলের ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিলির সিদ্ধান্ত নিয়েছি। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ছাত্রীদের এই সুবিধা দেওয়া হবে। সরকারের কিশোরী সুচিতা অভিযানের আওতায় সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্রীদের দেওয়া হবে ন্যাপকিন। জানা গিয়েছে, ১ লক্ষ ৬৮ হাজার ন্যাপকিন দেওয়া হবে ছাত্রীদের।