পশ্চিম মেদিনীপুরে শুট আউট, গোষ্ঠীকোন্দলের জেরেই গুলি করে খুন এক তৃণমূল কর্মীকে

Thursday, February 25 2021, 10:34 am
পশ্চিম মেদিনীপুরে শুট আউট, গোষ্ঠীকোন্দলের জেরেই গুলি করে খুন এক তৃণমূল কর্মীকে
highlightKey Highlights

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী সৌভিক দোলুই নামে এক তৃণমূল কর্মী মঙ্গলবার রাতে পার্টি অফিস থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে বহরমপুরের (Baharampur) কাছে অভিরামপুরে হামলা হয় তার ওপর। বোমাবাজি, গুলি চলার অভিযোগ উঠেছে সেখানে। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আক্রান্ত হয়েছেন সীতারাম মুর্মু ও অজিত মণ্ডল নামে অন্য দুই কর্মীর, তাদের চিকিৎসা চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File