Kanthi Cooperative Bank Election । কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের, শুভেন্দু 'গড়' এ ধরাশায়ী বিজেপি

Sunday, December 15 2024, 3:47 pm
Kanthi Cooperative Bank Election । কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের, শুভেন্দু 'গড়' এ ধরাশায়ী বিজেপি
highlightKey Highlights

কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি। জয়জয়কার তৃণমূল প্রার্থীদের। ১০৮টি আসনের মধ্যে শাসকদলের দখলে ১০১টি আসন।


কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলো তৃণমূল। ১০৮ আসনের মধ্যে ১০১ টি গেল তৃণমূলের দখলে, বিজেপি পেয়েছে ৬ টি, ১ টি আসনে জিতেছে নির্দল প্রার্থী। রাজ্য বিজেপি সুপ্রিমো শুভেন্দু অধিকারীর 'গড়' এও হেরেছে বিজেপি। প্রসঙ্গত, তিন বছর ফাঁকা পড়ে থাকা কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটি গঠনের দাবিতে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ মতো ১৫ ডিসেম্বর কাঁথি ও এগরার পাঁচ কেন্দ্রে ভোটগ্রহণ হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File