Humayun Kabir | কালীগঞ্জে নিহত শিশুর পরিবারকে টাকা দেওয়ার অভিযোগে হুমায়ুন কবিরকে শো কজ করল তৃণমূল!
Thursday, June 26 2025, 3:03 pm
Key Highlightsতৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় কালীগঞ্জে নিহত শিশুর বাড়িতে টাকা দিয়ে যাওয়ায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শো কজ করল তৃণমূল।
বুধবার কালীগঞ্জের মোলান্দি গ্রামে বিজয় মিছিল করছিলো তৃণমূল। আচমকা মিছিল থেকে ছোড়া হয় বোমা। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তামান্না খাতুন নাম এক শিশুর। বুধবার প্রেরণা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার গাড়িতে করে তামান্নার বাড়িতে যান ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে একটি টাকাভর্তি খাম তুলে দিতে চান তিনি। সেই টাকা প্রত্যাখ্যান করেছেন সাবিনা। এবার দলকে না জানিয়ে টাকা দেওয়ার অপরাধে বৃহস্পতিবার তাঁকে শো কজ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- বোমাতঙ্ক
- বোমা বিস্ফোরণ
- বোমা উদ্ধার
- তৃণমূল সাংসদ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল কাউন্সিলার

