Malda Councilor Murder । দলের অন্দরেই খুনি ! তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে ধৃত দলেরই টাউন সভাপতি
Wednesday, January 8 2025, 6:08 am
Key Highlightsমালদার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো দলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে।
মালদায় কাউন্সিলর খুনে নয়া মোড়। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। গ্রেপ্তার আরো ১। এখনও পর্যন্ত ধৃত মোট ৭ জন। সূত্রের খবর, নরেন্দ্রনাথ তেওয়ারি এবং বাবলা সরকার একটা সময় বন্ধু ছিলেন। ২০২২ সালে পুরসভা ভোটে ২২ নম্বর ওয়ার্ড থেকে নরেন্দ্রনাথ তেওয়ারিকে টিকিট না দিয়ে বাবলা সরকারকে দেওয়া হয়। ভোট যেতেন বাবলা। এরপরই মনোমালিন্য শুরু হয়, পরে তা শত্রুতায় পরিণত হয়।

