TMC Councillor | মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মার, অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে
Wednesday, June 25 2025, 6:15 pm
Key Highlightsমদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলরের নাম রঞ্জিত মণ্ডল।
মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। বুধবার কাউন্সিলরের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী মিতালি মণ্ডল। মিতালিদেবীর অভিযোগ, প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন রঞ্জিতবাবু। মদ্যপ অবস্থায় মিতালিদেবীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন তিনি। এই প্রথমবার মিতালি দেবী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সুত্রে খবর, কাউন্সিলরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ নম্বর (বধূ নির্যাতন) ধারায় মামলা দায়ের হয়েছে।

