Kasba Case | কসবা কাণ্ডে ‘অসংবেদনশীল’ মন্তব্যের জেরে মদন মিত্রকে শো কজ করলো তৃণমূল কংগ্রেস
Sunday, June 29 2025, 6:11 pm
Key Highlightsঅসংবেদনশীল মন্তব্য করার জেরে এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস।
কসবা আইন কলেজে গণধর্ষণকাণ্ডে শুক্রবার সকাল থেকে তোলপাড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অসংবেদনশীল মন্তব্য করার জেরে এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। রবিবার মদন মিত্রকে শোকজের চিঠি পাঠিয়েছেন দলীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শোকজ নোটিশে লেখা হয়েছে, ‘আপনার অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে চরমভাবে আঘাত করেছে। এটি দলের কঠোর অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। আপনি তিন দিনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করুন’।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- মদন মিত্র
- গণধর্ষণ
- কসবা

