Electric Plane | জ্বালানি নয়, এবার বিদ্যুতের সাহায্যে উড়বে বিমান! সফল হলো বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান!
Wednesday, June 25 2025, 6:24 am
Key Highlights‘বেটা টেকনোলজিস’ এর উদ্যোগে সম্পন্ন হলো বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান।
এবার বিদ্যুতের সাহায্যে আকাশে উড়বে বিমান। ‘বেটা টেকনোলজিস’ এর উদ্যোগে সম্পন্ন হলো বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান। আমেরিকার ইস্ট হ্যাম্পটন থেকে উড়ান ভরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের সফলভাবে অবতরণ করে ‘Alia CX300’ বিমানটি। পরীক্ষামূলক উড়ানের সময় মাত্র ৩০ মিনিটে ৭০ নটিক্যাল মাইল অর্থাৎ ১৩০ কিলোমিটার যাত্রা করে ওই ইলেকট্রিক বিমানটি। ‘বেটা টেকনোলজিস’ প্রতিষ্ঠাতা তথা সিইও কাইল ক্লার্ক জানান, একবার চার্জ করতে বিমানটির খরচ পড়ে মাত্র ৭০০ টাকা। এই চার্জে বিমানটি উড়তে পারবে ২৫০ নটিক্যাল মাইল।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - বিজ্ঞান ও প্রযুক্তি
 - প্রযুক্তি
 - বিমান
 - বিমান পরিষেবা
 - অন্যান্য
 

 