অস্ট্রেলিয়ার চিত্রগ্রাহক সন্ধান দিলেন হ্রদের জলের মধ্যে ‘ট্রি অফ লাইফ’, এর
Friday, January 15 2021, 7:30 am

যেন শিল্পীর তুলির টানে আঁকা একটি ছবি। হঠাৎ একঝলক দেখলে তেমনটাই মনে হয়। এই ছবি তুলেছেন অস্ট্রেলিয়ার নিউ-সাউথওয়েলসের একজন ফটগ্রাফার। তাঁর নাম ডেরি মরোনি। বিগত তিন বছর ধরে প্রকৃতির নানা রূপ ক্যামেরাবন্দি করে চলেছেন তিনি। আর এর মধ্যেই হঠাৎ মনে হল, আকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় তাও ক্যামেরাবন্দি করবেন। নিজস্ব ড্রোন নিয়ে চললেন কাকোরা লেকের দিকে। আর সেখানেই ধরা পড়ল এই অদ্ভুত দৃশ্য। হ্রদের জলের মধ্যে তৈরি হয়েছে অসংখ্য শিরা-উপশিরার মতো কাঠামো। ঠিক যেন আস্ত একটা গাছ।
- Related topics -
- আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়া
- ফটোগ্রাফার
- কাকোরা লেক
- ট্রি অফ লাইফ