বড়দিনের কেক-এ সমতার বার্তা শহরের তৃতীয় লিঙ্গভুক্ত রূপান্তরকামীদের।

Friday, December 25 2020, 8:10 am
highlightKey Highlights

সব কেক নয় সমান! বড়দিনের কেকেও রয়েছে ঢের ফারাক। নিজেদের সাম্য ও অধিকারের লড়াই তুলে ধরতে ‘পিঙ্ক অ্যান্ড ব্লু কেক’-কে সামনে নিয়ে এসেছে রূপান্তরকামীদের একটি মঞ্চ। গোলাপি ও নীল রঙে মিশে প্রতীকী ব্যঞ্জনা। গোলাপি মেয়েদের আর নীল ছেলেদের রং বলে ধরা হলেও ছক ভাঙা লিঙ্গ-পরিচয়কে তুলে ধরতে এই দু’টি রং ব্যবহার করছেন রূপান্তরকামীরা। এখনও পর্যন্ত দিনে ৫০টির বেশি কেক তৈরির পরিকাঠামো নেই ‘পিঙ্ক অ্যান্ড ব্লু কেক’-এর রূপকারদের। তবে অনেকেই আগ্রহী হচ্ছেন। রঞ্জিতার কথায়, ‘‘সাম্য ও সমানাধিকারের বার্তাও মেলে ধরবে এই কেক।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File