Kolkata Tram | থাকবে একটি বগি-দুটি ইঞ্জিন! কলকাতার বুকে শীঘ্রই চালু হবে ট্রামের জয়রাইড!
Friday, February 14 2025, 11:47 am
![highlight](/img/target.png)
এবার জয়রাইডের ক্ষেত্রে ব্যবহার করা হবে ট্রামকেই। সেই ট্রাম হবে এক বগি আর দুই ইঞ্জিন যুক্ত।
কল্লোলিনী কলকাতা থেকে ট্রাম উঠে যাবে না চলবে সেই বিতর্কের মাঝেই খুশির খবর শহরবাসীর জন্য। এবার জয়রাইডের ক্ষেত্রে ব্যবহার করা হবে ট্রামকেই। আর সেই ট্রাম হবে এক বগি আর দুই ইঞ্জিন যুক্ত। অর্থাৎ এই ট্রামকে আরও ঘোরানোর প্রয়োজন নেই। যাওয়ার সময় সামনের ইঞ্জিনটি টেনে নিয়ে যাবে। আর আসার সময় অপর ইঞ্জিনটি নিয়ে আসবে। জানা গিয়েছে, এই ট্রাম কেবল একটি রুটেই চলবে, তা হল এসপ্ল্যানেড থেকে ময়দান হয়ে ভিক্টোরিয়া রুটে। প্রসঙ্গত, বর্তমানে কেবল শ্যামবাজার থেকে ধর্মতলা ও গড়িয়াহাট ধর্মতলা রুটে যাত্রীবাহী ট্রাম চলে।
- Related topics -
- শহর কলকাতা
- পরিবহন
- পরিবহন দফতর
- ভ্রমণ