Train | বিমান দুর্ঘটনার পরই বেড়েছে ট্রেনের টিকিটের রিজার্ভেশন! প্লেন নয় ট্রেনকেই পছন্দ করছেন যাত্রীরা!
Wednesday, July 2 2025, 6:04 pm

হুড়হুড় করে বেড়ে চলেছে দুরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা। ফলে রিজার্ভেশন বা আসন সংরক্ষণ শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে।
গত ১২ই জুন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় আড়াইশো যাত্রীর। এরপর থেকেই যাত্রীরা ঝুঁকছেন রেল যাত্রার দিকে। এর জেরে বাড়ছে দূরপাল্লার টিকিটের চাহিদা। রিজার্ভেশন বা আসন সংরক্ষণ শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। দেশের পর্যটন সংস্থা ট্র্যাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া'র (টাফি) ন্যাশানাল কমিটি মেম্বার (ইস্ট) অনিল পাঞ্জাবি জানিয়েছেন, 'আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর পর্যটকরা এই মুহূর্তে বেশি পছন্দ করছেন ট্রেন যাত্রা। তবে আমরা আশাবাদী পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে।'
- Related topics -
- দেশ
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- আমেদাবাদ
- রেল মন্ত্রক
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেলমন্ত্রী
- ভারতীয় রেলওয়ে
- রেল পরিষেবা