Howrah-Amta Train | বাড়ি ফেরার পথে ভোগান্তি! দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া–আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল
Monday, July 29 2024, 2:33 pm
Key Highlightsরেলের ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে যাওয়ার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া–আমতা শাখায়।
সপ্তাহের প্রথম কর্মদিনেই ফের ব্যাহত রেল পরিষেবা! জানা গিয়েছে, রেলের ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে যাওয়ার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া–আমতা শাখায়। আপের একটি ট্রেন দাঁড়িয়ে পড়ে এই ঘটনায়। তাতে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে দক্ষিণ–পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলের টাওয়ার ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে দ্রুতগতিতে কাজ শুরু করেছেন।
- Related topics -
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- দক্ষিণ পূর্ব রেল
- ট্রেন
- হাওড়া জেলা
- আমতা

