দেশ

Train Derailed | ফের লাইনচ্যুত ট্রেন! ওড়িশায় লাইনচ্যুত হলো শালিমার-সম্বলপুর এক্সপ্রেসের জেনারেল বগি!

Train Derailed | ফের লাইনচ্যুত ট্রেন! ওড়িশায় লাইনচ্যুত হলো শালিমার-সম্বলপুর এক্সপ্রেসের  জেনারেল বগি!
Key Highlights

বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ সম্বলপুর স্টেশনে ঢোকার আগে ট্রেনটির জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়।

ফের ওড়িশায় রেল দুর্ঘটনা। লাইনচ্যুত শালিমার সম্বলপুর এক্সপ্রেস! রেল সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ সম্বলপুর স্টেশনে ঢোকার আগে ট্রেনটির জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ট্রেনের জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই চালক ট্রেনটিকে থামিয়ে দেন। গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। দুর্ঘটনার পরই পুলিশ ও রেলের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে বের করে তাদের উদ্ধার করে সম্বলপুর স্টেশনে নিয়ে যান।